Bengali song and the heart ❤️ (মুখরা)
Song Director Rahim Uddin Bengali song and the heart ❤️ (মুখরা) তোমার চোখে দেখেছি আমি, স্বপ্নের এক দেশ, মনটা আমার হারিয়ে গেছে, তুমিই আমার শেষ। ধীরে ধীরে নিঃশ্বাসে, তোমারই নাম বাজে, তুমিই আমার সকাল, তুমিই সন্ধ্যা সাঁঝে। (অন্তরা) চাঁদনী রাতে তোমার কথা, কানে বাজে যেন, ফুলের সুবাসেও তোমারই রং, মিশে থাকে মন। হাতে তোমার হাত রেখে, এই শুধু চাই আমি, তুমি পাশে থাকলে আমার, সব সুখের কাহিনী। (অন্তরা) দূরত্ব যাক কমে, বাড়ুক কাছে আসা, ভালোবাসার এই গল্প, হোক আরও ভরসা। তোমাকে ছাড়া জীবন, লাগে যেন আধেক, তুমিই আমার গন্তব্য, তুমিই আমার পথ এক। (মুখরা) তোমার চোখে দেখেছি আমি, স্বপ্নের এক দেশ, মনটা আমার হারিয়ে গেছে, তুমিই আমার শেষ। ধীরে ধীরে নিঃশ্বাসে, তোমারই নাম বাজে, তুমিই আমার সকাল, তুমিই সন্ধ্যা সাঁঝে। কিছু পরামর্শ:
Comments
Post a Comment